Wednesday, January 15, 2025
বাড়িজাতীয়‘হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়’, বাংলাদেশ নিয়ে বার্তা মোদির

‘হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়’, বাংলাদেশ নিয়ে বার্তা মোদির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫  আগস্ট :   দিল্লির লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথমবার পড়শি দেশের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশ্য কথা বললেন তিনি।  জানালেন, বাংলাদেশে থাকা হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়। মানবজাতির কল্যাণের কথা ভেবে বাংলাদেশের জন্য শুভকামনার বার্তা দিলেন তিনি।   

 আজ, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। গত ৫ আগস্ট ব্যাপক গণ আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ছেড়ে তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনা সরকারের পতনের পর থেকে সেদেশে হামলার শিকার হচ্ছেন হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন মোদি বলেন, “বাংলাদেশের হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়। তাঁরা চাইছেন, ভারতীয়রা চাইছেন, সেদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার দিকটি নিশ্চিত হোক।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য