Saturday, May 24, 2025
বাড়িখেলামায়ামির লিগস কাপের পরের ম্যাচেও নেই মেসি

মায়ামির লিগস কাপের পরের ম্যাচেও নেই মেসি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ আগস্ট: নিজেদের পরের ম্যাচেও লিওনেল মেসিকে পাচ্ছে না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) দলটির কোচ জেরার্দো মার্তিনো সোমবার জানিয়েছেন, মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক খেলতে পারছেন না। বাংলাদেশ সময় বুধবার সকালের ওই ম্যাচে মায়ামির প্রতিপক্ষ এমএলএসে বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু।

এক মাস আগে কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান মেসি। আর্জেন্টিনা অধিনায়ক দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে অধিনায়ককে ছাড়া ম্যাচে বাকি অংশ খেলেই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই থেকেই মাঠের থাকা মেসি এখনো ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি।

লিগস কাপে যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলো অংশ নেয়। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়েই ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছেন মেসি। কাল মায়ামি-কলম্বাস ম্যাচে যে দল জিতবে, তারা উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।গত বছর মায়ামিকে লিগস কাপ জেতানোর পথে ১০ গোল করেছিলেন মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন সর্বকালের অন্য সেরা এই ফুটবলার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!