স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ আগস্ট: রোমার সঙ্গে দিলাবার বর্তমান চুক্তির মেয়াদ বাকি আছে আরও এক বছর। সংবাদমাধ্যমের খবর, ৩০ বছর বয়সী এই ফুটবলারকে মোটা অঙ্কের পারিশ্রমিকে চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়াহ। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও খবর বেরিয়েছে।প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে রোববার গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য দিবালাকে বদলি নামান দে রস্সি। তাহলে কি ক্লাব ছাড়ার পথে দিবালা? এভারটন ম্যাচের পর ইতালির পত্রিকা ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে রোমা কোচ তুলে ধরলেন তার ভাবনা।
“দলের লাইনআপ গুজবের ওপর নির্ভর করে না। কোনো কিছুই আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেনি। যে দলটিকে এভারটনের বিপক্ষে দেখতে চেয়েছিলাম, সেই দলকেই আমি মাঠে নামিয়েছি। অন্যান্য ম্যাচের মতো পরীক্ষা করেছি। যারা ইংল্যান্ডে এসেছে, তারা সবাই রোমার খেলোয়াড়, তারপর দেখা যাক কী হয়।”“এটা শুধু দিবালার জন্যই সত্য নয়, সবার জন্যই। যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, এমন খেলোয়াড় আছে কিনা যাদের যেকোনো মূল্যে থাকতে হবে, আমি বলেছিলাম, না। যে চলে যেতে চায়, সে যাওয়ার জন্য উন্মুক্ত।”আগামী রোববার কাইয়ারির বিপক্ষে ম্যাচ দিয়ে সেরি আ শুরু করবে রোমা।