Friday, May 23, 2025
বাড়িবিশ্ব সংবাদকমলার রানিং মেট কে হচ্ছেন, জানা যাবে সোমবার

কমলার রানিং মেট কে হচ্ছেন, জানা যাবে সোমবার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ আগস্ট: ডেমোক্রেটিক দল থেকে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত। তিনি এবার নিজের রানিং মেট (তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) বেছে নিতে চলেছেন। এ জন্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এ সপ্তাহান্তে মুখোমুখি বৈঠক করার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট।কমলার রানিং মেট বাছাইয়ের পরিকল্পনার বিষয়ে জানেন, এমন দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।এর আগে গতকাল শুক্রবার কমলা পরিবহনমন্ত্রী পিট বুটিগিয়েগের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। যে বৈঠক প্রায় ৯০ মিনিট ধরে চলেছে বলে অন্য দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

কমলা হ্যারিস আগামী সোমবারের মধ্যে তাঁর রানিং মেট বেছে নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পরদিন মঙ্গলবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় নিজের মনোনীত রানিং মেটকে নিয়ে কমলার প্রথম সমাবেশ করার কথা রয়েছে।কমলার নির্বাচনী প্রচারশিবিরের বরাত দিয়ে রয়টার্সের আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ফিলাডেলফিয়ার ওই সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় চার দিনের সফর শুরু করবেন কমলা হ্যারিস।কমলার রানিং মেটের সংক্ষিপ্ত তালিকায় আরও যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এবং ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজক।

কমলার রাজনৈতিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হতে চলেছে নিজের রানিং মেট বেছে নেওয়া। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ।কয়েক সপ্তাহ আগেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করে ফেলেছেন এবং নিজের রানিং মেট জে ডি ভ্যান্সকে নিয়ে দেশজুড়ে জোর নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে কমলাকেও দ্রুত পুরোদমে নির্বাচনী প্রচারে নামতে হবে।

কমলার রানিং মেট হওয়ার তালিকায় যাঁরা প্রথম সারিতে রয়েছেন তাঁরা সবাই পুরুষ ও শ্বেতাঙ্গ। যাঁরা গ্রামাঞ্চলে, শ্বেতাঙ্গ ও স্বাধীন ভোটারদের ভোট পেয়ে এর আগে জয়লাভ করেছেন।ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টি কোন দিশায় চালিত হবে, সেটাও কমলার সিদ্ধান্তের ওপর অনেকখানি নির্ভর করছে।কারণ, কমলা রানিং মেট হিসেবে যাঁকে বেছে নেবেন তিনি ভবিষ্যতে দলটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার তালিকায় ওপরের দিকে থাকবেন।কমলা যাঁদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন তাঁদের কেউ কেউ এরই মধ্যে নিজেদের আগামী কয়েক দিনের পূর্ব কর্মসূচিতে পরিবর্তন করেছেন বা বিলম্ব করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!