Wednesday, May 21, 2025
বাড়িবিশ্ব সংবাদওবামার প্রচারশিবিরের শীর্ষ ব্যবস্থাপকদের নির্বাচনী প্রচারে যুক্ত করলেন কমলা হ্যারিস

ওবামার প্রচারশিবিরের শীর্ষ ব্যবস্থাপকদের নির্বাচনী প্রচারে যুক্ত করলেন কমলা হ্যারিস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ আগস্ট: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস তাঁর নির্বাচনী প্রচারশিবিরে তিন জ্যেষ্ঠ পরামর্শকসহ কয়েকজনকে যুক্ত করেছেন। তাঁদের একজন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়াদের নির্বাচনী প্রচারে ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।কমলার প্রচারে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র গতকাল শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানান।২০০৮ সালে ওবামা যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে জিতে আসেন, তখন তাঁর প্রচারশিবিরের ব্যবস্থাপক ছিলেন ডেভিড প্লাফ। ২০১২ সালে ওবামার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁর জ্যেষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা রাখেন তিনি।

 সেই প্লাফ এবার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারশিবিরের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন।কমলার প্রচারশিবিরে আরও যুক্ত হয়েছেন স্টিফেনি কার্টার। ওবামার আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদে ছিলেন তিনি। ওবামার নির্বাচনী প্রচারশিবিরে উপপ্রচার ব্যবস্থাপক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের এ যোগাযোগবিশেষজ্ঞ কমলার প্রচারশিবিরে কৌশলগত বার্তা আদান–প্রদানসংক্রান্ত জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন।

স্টিফেনি কার্টারের প্রতিষ্ঠান চলতি আগস্টে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করছে। এ সম্মেলনেই দলের পক্ষ থেকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইতিমধ্যে, কমলা হ্যারিস প্রার্থী হতে দল থেকে প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন।কমলার প্রচারশিবিরে আরও যুক্ত হয়েছেন মিচ স্টিওয়ার্ট। তিনি ওবামার দুই দফার নির্বাচনী প্রচারশিবিরে কাজ করেছেন। মিচ এবার কমলার প্রচারশিবিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর বিষয়ে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন।ওবামার প্রচারশিবিরে জনমতসংক্রান্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন ডেভিড বিন্ডার। এখন কমলা হ্যারিসের প্রচারশিবিরেও তিনি একই ভূমিকা পালন করবেন।

নতুন যুক্ত হওয়া সবাই কমলা হ্যারিসের প্রচারশিবিরের প্রধান জেন ও’ম্যালে ডিলনের সঙ্গে কাজ করবেন। ডিলন নিজেও সাবেক প্রেসিডেন্ট ওবামার দুই দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারশিবিরে কাজ করেছেন। ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারশিবিরের ব্যবস্থাপক ছিলেন ডিলন। এবারের নির্বাচনে যখন বাইডেন লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনো তাঁর প্রচার পরিকল্পনায় কাজ করছিলেন এই বিশেষজ্ঞ।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে লড়তে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, গতকাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয়সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। চূড়ান্ত ঘোষণা এলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলাই হবেন যুক্তরাষ্ট্রে বড় কোনো রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান–আমেরিকান নারী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!