স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে জয়ের জন্য রাজ্যের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১৪ বাধারঘাট মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই কার্যক্রমে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত একটি খুবই উল্লেখযোগ্য কর্মসূচি। পৃথিবীর অন্য কোথাও কোন নেতা এই ধরনের মন কি বাত অনুষ্ঠান করেন না বা আয়োজন করেন না। আমরাও দেশের অনেক বিষয় সম্পর্কে সচেতন নই বা অবগত নই। কিন্তু প্রধানমন্ত্রী মোদি তাঁর মন কি বাত-এ সর্বদা অনন্য বিষয় সম্পর্কে তুলে ধরেন। যা আমরা জানি না এবং সেখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এবং ফলাফল কি হয়েছে? মানুষের আশীর্বাদে আবারো একবার ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী মোদি। সম্প্রতি দিল্লিতে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ত্রিপুরার জনগণের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। তিনিও আমাকে পাল্টা ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন আপনারাও ত্রিপুরায় ভালো ফলাফল করেছেন। ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুটি লোকসভা আসনে এবং উপনির্বাচনে জয়ী হয়েছে। তাই ত্রিপুরার সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মন কি বাত কার্যক্রমে প্রধানমন্ত্রী মোদি ছোট ছোট বিষয় তুলে ধরেন এবং অলিম্পিকের জন্য প্রস্তুত প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য সকলের কাছে আহ্বান রাখেন। এখন ভারত ক্রীড়া ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। আমাদের খেলোয়াড়রা অনেক পদক জিতেছেন এবং দেশের জন্য খ্যাতি এনেছেন। যা অতীতে কঠিন ছিল। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভোকাল ফর লোক্যাল’-এর উপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে আমাদের ত্রিপুরায় এই বিষয়গুলিতে ফোকাস করতে হবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের আরাকু কফি, কেরলের কারথুম্বি ছাতা কিংবা কাশ্মীরের স্নো পিজ এর লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কথা উঠে আসে তাঁর কন্ঠে। একই ভাবে সাঁওতাল বীর সিঁধু-কানু, সংস্কৃতের প্রসার এবং “এক পেড়(গাছ), মা’ কে নাম” অভিযানের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং একটি শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বাধারঘাটের বিধায়ক মিনা রানী সরকার সহ মন্ডল স্তরের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।