স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : শাসক দলের ভক্ত কর্মচারী সংগঠন বামগ্রেসের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ তুলে রবিবার সরব হলো সাংবাদিক সম্মেলনে। এদিন আখাউড়া রোড স্থিত ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি আশিষ কান্তি বোস জানান, আগামী ১৩ এবং ১৪ জুলাই ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘের রাজ্য সম্মেলনের নাম করে বামগ্রেস চাঁদা সংগ্রহ করা শুরু করেছে।
এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। তারা বিগত দিনে সংগঠনের টাকা আত্মসাৎ করেছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এখন আবার নোংরা খেলায় তারা মেতেছে। যদি কেউ সংগঠনকে অর্থরাশি দিতে চায় তাহলে সরাসরি ব্যাংক একাউন্টে অর্থ রাশি দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন বর্তমানে সংগঠনের ৯৫৬ জন সদস্য রয়েছে। সম্প্রতি কার্যকারী নিয়ে বৈঠক করে রাজ্য কমিটির পুনর্বিন্যাসও করা হয়েছে। তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।