Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যকলেজের ভর্তি ঘিরে রক্ত ঝরলো এম.বি.বি কলেজে, মোতায়েন করা হলো পুলিশ ও...

কলেজের ভর্তি ঘিরে রক্ত ঝরলো এম.বি.বি কলেজে, মোতায়েন করা হলো পুলিশ ও আধা সামরিক বাহিনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন :ছাত্র ভর্তি ঘিরে মারপিটের ঘটনায় রণ রূপ নিল মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়। অধ্যক্ষের কক্ষের সামনেই ভলান্টিয়ারি আই কার্ড নিতে গিয়ে ঘটলো রক্ত ঝরার এই ঘটনা। অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা টিএসএফ -এর সদস্যের মাথা ফাটিয়ে দেয়। আহত ছাত্রের নাম খরাং দেববর্মা। সে টিএসএফের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হল পুলিশকে। পরে পুলিশ এসে বহিরাগত যুবকদের কলেজ থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় সোমবার কলেজ চত্বরে আতঙ্ক ছড়ায়।

প্রতিবাদে ডেপুটেশন প্রদান করল টি এস এফ এবং টি আই এস এফ। জানা যায়, কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বিঘ্নে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু কলেজের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং টি এস এফ ছাত্র ভর্তি প্রক্রিয়ায় মাতব্বরি করতে গিয়ে কলেজের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে এদিন। ছাত্র-ছাত্রীদের গাইড করার নাম করে ভলান্টিয়ারী আই কার্ড এর ব্যবস্থা করা হয়েছে কলেজে। টি এস এফ -এর সদস্য আইডি কার্ড নিতে যাওয়ার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. নির্মল ভদ্র জানান, কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে। ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দেখার জন্য দায়িত্বে রয়েছেন অধ্যাপক অধ্যাপিকাগণ। কিন্তু এর মধ্যে কিছু ছাত্র ভর্তির প্রক্রিয়ায় এসে ঝামেলা সৃষ্টি করেছে। সেসব ছাত্রদের বলা হয়নি যে যারা ভর্তি হতে কলেজে আসছে তাদের বিষয় দেখার জন্য এবং ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য। কিন্তু তারপরেও তারা এগিয়ে এসে ঝামেলা করেছে।

সাথে সাথে পুলিশকে ডাকা হয়েছে। পুলিশ এসে ঝামেলার সৃষ্টিকারী ছাত্র ছাত্রীদের এবং বহিরাগত ছাত্রদের কলেজ থেকে তাড়িয়ে দেয়। শান্তিপূর্ণভাবে যাতে নতুন ছাত্র-ছাত্রীরা যাতে কলেজে ভর্তি হতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এদিকে পরবর্তী সময় টিএসএফ এবং টি আই এস এফ -এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ, একজন টিএসএফ -এর সদস্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই ঘটনা সংগঠিত হয়েছে অধ্যক্ষের কক্ষের সামনে। আহত ছাত্রের মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত ছাত্ররা। বর্তমানে আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। টিএসএফ -এর নিন্দা জানায়।

 অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার পর তিনি আশ্বস্ত করেছেন, এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। ডেপুটেশনের পর এ কথা জানান টিএসএফ আগরতলা টাউন কমিটির সহ-সভাপতি মনীশ দেববর্মা। বর্তমানে কলেজ চত্বরে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী। যারা এ ধরনের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে দাবি উঠতে শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!