Friday, May 23, 2025
বাড়িখেলা‘পঞ্চাশ’ ছুঁয়ে ইতিহাস গড়ে আরেক অনন্য কীর্তির দুয়ারে আলোন্সোর লেভারকুজেন

‘পঞ্চাশ’ ছুঁয়ে ইতিহাস গড়ে আরেক অনন্য কীর্তির দুয়ারে আলোন্সোর লেভারকুজেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মে:   বুন্ডেসলিগায় রোববার বোখুমকে ৫-০ গোলে হারায় লেভারকুজেন। আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা দলটি মাঠ নেমেছিল ফেভারিট হিসেবেই। ম্যাচের ১৫ মিনিটেই রাইট ব্যাক ফেলিক্স পাসলাক লাল কার্ড দেখার পর আর কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে পারেনি বোখুম।এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেনের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল ৫০ ম্যাচে। নিজেদের আগের ম্যাচেই ইউরোপা লিগে রোমার সঙ্গে ড্র করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় বেনফিকার ৫৯ বছর পুরোনো রেকর্ড ভেঙে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছিল তারা। এবার প্রথম দল হিসেবে ‘ফিফটি’ করে ফেলল আলোন্সোর দল।আরেকটি প্রথম থেকে এখন তারা স্রেফ এক ম্যাচ দূরে। বুন্ডেসলিগার ইতিহাসে কখনও কোনো দল অপরাজিত থেকে লিগ শেষ করতে পারেনি। লেভারকুজেন এবার ৩৩ ম্যাচের ২৭টি জিতেছে, ড্র করেছে ৬টি। আগামী শনিবার অগসবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ইতিহাস গড়ে ফেলবে আলোন্সোর দল।

তাদের দৃষ্টি এখন সেদিকেই, বোখুমকে উড়িয়ে দেওয়ার পর বললেন আলোন্সো।“ওই লাল কার্ডের পর আমাদের জন্য খেলাটি পুরোপুরি ভিন্ন হয়ে যায়। ফল নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আমাদের জন্য এই জয় গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের দারুণ একটি লক্ষ্য আছে, শনিবারের ম্যাচ জিতে কোনো হার ছাড়াই লিগ শেষ করা। এমন কিছু আগে কখনও হয়নি।”ক্লাবের ১০৪ বছরের ইতিহাসে প্রথমবার লিগ শিরোপাজয়ী দলটি ট্রফি গ্রহণ করবে শনিবারের ম্যাচেই। দিনটি নিশ্চয়ই জয় দিয়েই রাঙাতে চাইবেন তারা।এরপর ইউরোপা লিগ ও জার্মান কাপের ফাইনালে লড়বে তারা ‘ট্রেবল’ জয়ের আশায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!