স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : সংবিধান কখনো পরিবর্তন করা যায় না। কিন্তু বিরোধীরা বলছে এন.ডি.এ সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে সংবিধান রক্ষা হবে না। এভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছে। রবিবার ৪৬ নং সুরমা কেন্দ্রে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
তিনি বলেন, এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিন এই ভারতবর্ষ কোন দিকে যাবে এবং দেশের দিক নির্দেশনা কি হবে তার জন্য এই নির্বাচন। বিশেষ করে যে গ্যারান্টি কথা বলা হচ্ছে, সেই গ্যারান্টি হলো নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য এ নির্বাচন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে এসে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বলে গেছেন, গত ১০ বছরে বর্তমান সরকার যা করেছে সেটা হল একটা টেলার। পিকচার বাকি আছে। এবং নরেন্দ্র মোদিকে বিশ্বের রাষ্ট্র নেতারা অন্য চোখে দেখচ্ছেন। ভারত বর্ষ আজ এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে বলা হচ্ছে আগামী দিন ভারত বিশ্ববন্ধু স্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ধাবিত হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। তাই অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন। পাশাপাশি কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। এতে করে এক শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজিত এদিনের নির্বাচনী সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্য নেতৃত্ব।