Thursday, November 21, 2024
বাড়িজাতীয়শীতকালীন অধিবেশনেই পেশ ওয়াকফ সংশোধনী বিল !

শীতকালীন অধিবেশনেই পেশ ওয়াকফ সংশোধনী বিল !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ নভেম্বর : সংসদের শীতকালীন অধিবেশনেই পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। এই অধিবেশনেই বিলটি লোকসভায় পাশ করিয়ে নিতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শীতকালীন অধিবেশনে পেশ হতে চলা বিলগুলির সম্ভাব্য তালিকায় রয়েছে ওয়াকফ বিলও।


দু’-দিন আগেই সংসদের আসন্ন শীতাকলীন অধিবেশেনই ওয়াকফ সংশোধনী বিল পাস হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজু। বুধবার সংসদের সচিবালেয়র পক্ষ থেকে শীতকালীন অধিবেশনে যে সমস্ত বিল আসতে চলেছে তার যে তালিকা প্রকাশ করেছে সেখানে তালিকায় ওয়াকফ (সংশোধনী) বিলও রয়েছে। বিলটি বর্তমানে সংসদের যৌথ কমিটির কাছে রয়েছে। আজ বৃহস্পতিবারও যৌথ কমিটির বৈঠকও রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে যৌথ কমিটির রিপোর্ট ওয়াকফ সংশোধনী বিলের উপর রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।

যৌথ কমিটির বৈঠকে ওয়াকফ বিলের উপর আলোচনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তীব্র সংঘাত হয়েছে। কমিটির বৈঠক পর্ব শেষের আগেই ওয়াকফ বিলকে তালিকায় রাখা তাৎপর্যপূর্ণ। এদিকে জল্পনা থাকলেও সংসদের অধিবেশনের বিলের তালিকায় এক দেশ, এক নির্বাচন, এই সংক্রান্ত কোনও বিল নেই।
ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রতিটি বৈঠকই উত্তাল হয়েছে। অনেক ক্ষেত্রেই পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কমিটির চেয়ারপার্সন জগদম্বিকা পালের বিরুদ্ধে। সংসদের অধিবেশনে বিলটি পেশ হলেও একইভাবে সংসদ উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভবত সেকারণেই এই অধিবেশনে এক দেশ-এক ভোট সংক্রান্ত বিল আনার ঝুঁকি নিচ্ছে না সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য