Thursday, November 21, 2024
বাড়িরাজ্যশহরে মিছিল করে কংগ্রেসের গণ ডেপুটেশন

শহরে মিছিল করে কংগ্রেসের গণ ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার শ্রম দপ্তরে গন ডেপুটেশন প্রদান করা হয়। অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে একাধিক দাবিকে সামনে রেখে এইদিন ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে নিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান। পাশাপাশি তিনি বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, সমস্ত শ্রমিক পরিপন্থী বর্তমান ডাবল ইঞ্জিন সরকার। শ্রমিকদের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছে এই সরকার। বিশেষ করে শ্রমিকদের বিভিন্ন সমস্যার সময়ে সহযোগিতা করার জন্য যে প্রকল্পটি ছিল তার অর্থ রাশি একাউন্টে শূন্য করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো গত আগস্ট মাসের বন্যায় রাজ্যের শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকারের কোন আর্থিক সহযোগিতা নেই। তিনি আরো বলেন, রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি যে প্রতিশ্রুতি ছিল সেটা পর্যন্তই সরকার পালন করে নি। আরো লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দপ্তরে অসংগঠিত রূপে যে সমস্ত শ্রমিক ছিল তাদের পর্যন্ত ছাটাই করেছে এ সরকার। গুরুতর অভিযোগ তুলে বলেন, সরকারের এ ধরনের শ্রমিক বিরোধী মনোভাবের কারণে শ্রমিকরা ব্যাপক অসন্তোষ হয়ে আছে। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য