স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : সিপিআইএম সদর মহকুমা কমিটির ২৪ তম সম্মেলনকে সামনে রেখে রাজধানীতে এক বাইক মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর মেলারমাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় এই বাইক মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি।
তিনি জানান সিপিআইএম সদর মহকুমা কমিটির ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর। এই সম্মেলনকে সামনে রেখে এইদিনের মিছিল সংগঠিত করা হয়েছে। তিনি বলেন রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ এগুলি বর্তমান জোট সরকারের প্রধান প্রতিশ্রুতি ছিল। কিন্তু সরকার এগুলি পালন না করে বরং প্রতিদিন দ্রব্যমূল্য বেড়ে চলেছে। তাই এর বিরুদ্ধে এগিয়ে এসে সরকারকে প্রতিশ্রুতি পূরণ করতে বাধ্য করতে হবে বলে জানান তিনি। আর এটাই সিপিআইএমের মূল বার্তা বলে জানান তিনি।