Monday, December 23, 2024
বাড়িরাজ্য৪৮ লক্ষ টাকার সিগারেট ও ৮ লক্ষ টাকার বার্মিজ সুপারি আটক

৪৮ লক্ষ টাকার সিগারেট ও ৮ লক্ষ টাকার বার্মিজ সুপারি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : বুধবার কমলপুর থানাধীন দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে ধর্মনগরের দিক থেকে আসা একটি পন্যবাহী মিনি ট্রাক থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সিগারেট ও সুপারি। লরির নম্বর টি আর ০৫এ ১৮৭৮। পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় সুপারি গুলো। সেখানে তল্লাশি করে পঞ্চাশ বস্তা বার্মিজ সুপারি ও এক বস্তা সিগারেট উদ্ধার হয়।

 গাড়ি চালক ও সহ চালককে আটক করেছে পুলিশ। ধৃতরা হলো গাড়ি চালক অমিত দাস ও সহচালক মান্না চক্রবর্তী। দুইজনের বাড়ি ধর্মনগর মহকুমায়। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর জানান আটককৃত সামগ্রীর মধ্যে বার্মিজ সুপারির বাজার মূল্য আট লক্ষ টাকা ও আরব আমিরাতের তৈরি অরিস সিগারেটের মূল্য হবে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা। তিনি জানান আটক সামগ্রীগুলি তারা কাস্টমসের হাতে তুলে দিয়েছেন। ধৃত দুজনকে আদালতে তোলা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য