স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৪ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি আগরতলা শিশু উদ্যানে বাংলাদেশের ডিঙ্গামনিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরে পঞ্চম মহন্ত মহারাজ ধূজটি প্রসাদ চক্রবর্তীর অনুমতি ক্রমে সংকল্প গ্রহণ করা হয়েছে।
এই মহোৎসব উপলক্ষে ১ ফেব্রুয়ারি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা ও হরির নাম সংকীর্তন হবে। ২ ফেব্রুয়ারি শ্রীরাম বিতরণ, রক্তদান স্বাস্থ্য শিবির এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামনিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরে ঠাকুর বংশের যুবরাজ সুভাষ চক্রবর্তী। মঙ্গলবার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা এ বিষয়ে বিস্তারিত জানান।