স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : রাবারের ন্যায্য মূল্য বৃদ্ধি না পাওয়ায় রাবার চাষীরা সমস্যায় জর্জরিত। তাই রাবার চাষিদের ন্যায্য পাওনার দাবিতে মঙ্গলবার মাঠে নামে বামেরা। উপস্থিত ছিলেন রাবার উৎপাদক সমিতির নেতা পবিত্র কর।
তিনি বলেন, এদিন রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে মিছিল ও সভার আয়োজন করা হয়। ১ লক্ষ ২৫ হাজার রাবার বাগানে কাজ করে শ্রমিকের পরিবার রয়েছে। ২০১৮ সালের পর থেকে রাবারের কোন মূল্য বৃদ্ধি হয়নি। কিন্তু বর্তমানে রাজ্যের অর্থনীতির সবচেয়ে বড় অবদান রাবারের রয়েছে। তাই রাবারের মূল্য বৃদ্ধির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় বলে জানান তিনি।