স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : মন রেগা প্রকল্পের মজুরি প্রদানের ক্ষেত্রে এবিপিএস পদ্ধতি চালু করায় গোটা দেশে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় সাড়ে সাত কোটি জব হোল্ডার এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় এক লক্ষাধিক জব হোল্ডার।
তাই এবিপিএস পদ্ধতি বাতিল করার দাবিতে মঙ্গলবার মেলার মাঠ স্থিত সিপিআইএম জেলা কমিটি অফিস থেকে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার কমিটির পক্ষ থেকে মিছিল সংঘটিত হয়। এদিন বিক্ষোভ মিছিল থেকে তারা অভিযোগ তোলেন, এবিপিএস পদ্ধতি কার্যকর হওয়ার ফলে জব কার্ডের সাথে ব্যাংক একাউন্টের সংযুক্ত একাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত করণ করার জন্য যে নিয়ম তৈরি করেছে তাতে প্রায় সাড়ে সাত কোটি জব কার্ড হোল্ডার বাতিল হবে। এবং রাজ্যেও এক লক্ষ জব কার্ড হোল্ডার বাতিল হবে। তাই মজুরি প্রদানে এ বি পি এস পদ্ধতি প্রত্যাহার করার দাবি জানানো হচ্ছে। না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান নেতৃত্ব।