স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : দীর্ঘ দিন ধরে উদয়পুর মাতা বাড়ি বিধানসভা অন্তর্গত দুই নম্বর ফুলকুমারী বনদুয়ার এলাকার বাসিন্দা নারায়ন চন্দ্র দে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বাড়ির জমি দখল করার জন্য পাশের বাড়ির শান্তুনু পাল সহ আরো কয়েকজন মিলে নানা ধরনের চক্রান্ত করছে বলে জানান নারায়ন চন্দ্র দে। তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। বয়স আনুমানিক ৬৫ বছর।
রবিবার সকালে বাড়ির পাশের শান্তুনু পাল, মানিক পাল, প্রদীপ পাল এবং দিলীপ পাল মিলে নারায়ন চন্দ্র দে -কে ইট দিয়ে মাথায় আঘাত করে বলে জানান নারায়ন চন্দ্র দে। পরে নারায়ন চন্দ্র দে -কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ভাবে চিকিৎসার পর শল্য বিভাগে ভর্তি করেন। এই ঘটনায় এলাকায় সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় এলাকাবাসীর পক্ষ থেকে