Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসুরজিৎ দত্তের  জন্য নজির গড়লেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ

সুরজিৎ দত্তের  জন্য নজির গড়লেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদগতির জন্য  ৭ রামনগর এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা সুরজিৎ দত্তের বাসভবনে গিয়ে দোয়া করলেন। সুরজিৎ দত্ত এলাকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। সমস্ত ধর্মালম্বী মানুষকে তিনি নিজের করে নিতেন। সরকারি সমস্ত সুযোগ-সুবিধা তাদের মধ্যে দলমত নির্বিশেষে সুষ্ঠুভাবে বিতরণ করতেন। এতে সুরজিৎ দত্ত একদিন এলাকায় সনুদা আবার কারোর কাছে সেবক নামে পরিচিতি লাভ করেন।

 শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক ছিলেন। এদিন মুসলিম ধর্মালম্বী মানুষ সুরজিৎ দত্তের আত্মার সদগতি কামনা করে দোয়া করেন। মুসলিম ধর্মালম্বী মানুষরা জানান, সুরজিত দত্ত হিন্দু এবং মুসলমান সকলের কাছেই তিনি সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রয়াত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী যা করার তা করবেন, কিন্তু সুরজিৎ দত্তের আত্মার সদগতি কামনার জন্য মুসলমান ধর্মালম্বী মানুষ মারা গেলে যেভাবে সদগতি কামনা করা হয় সেভাবে দোয়া করা হয়েছে। এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যাতে সুরজিৎ দত্তের পরিবার আগামী দিনে সুখে শান্তিতে থাকতে পারেন। বিশেষ করে সুরজিৎ দত্ত মানুষের জন্য যেভাবে কাজ করেছেন তার প্রতিদান যাতে তার পরিবার পায় এবং এলাকায় পুনরায় এমন একজন সেবক তৈরি হয়, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে বলেও জানান মুসলিম ধর্মাবলম্বী মানুষ

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য