স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের অধিন ১৪৪ জন পাম্প অপারেটার রয়েছে। তার মধ্যে ১৪ জনকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। এই ১৪ জন পাম্প অপারেটারকে পুনরায় কাজে নিয়োগ করার দাবিতে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ
বিভিন্ন সময় আন্দোলন ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট ডেপুটেশান প্রদান করে। এমনকি সংগঠনের পক্ষ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বদের গোচরে নিয়ে যাওয়া হয় বিষয়টি। অবশেষে এই ১৪ জন পাম্প অপারেটারকে পুনরায় কাজে নিয়োগ করা হয়েছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের নেতৃত্বরা এই সংবাদ জানান। এই ১৪ জনকে পুনঃরায় কাজে নিয়োগ করার জন্য সংগঠনের নেতৃত্বরা কেন্দ্রীয় মন্ত্রী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব, আগরতলা পুর নিগমের মেয়র ও কমিশনারকে ধন্যবাদ জানান।