Saturday, July 26, 2025
বাড়িরাজ্যঅমিত শাহ -র রাজ্য সফরের ২৪ ঘন্টার মধ্যেই মন্ডল সভাপতিদের নামের তালিকা...

অমিত শাহ -র রাজ্য সফরের ২৪ ঘন্টার মধ্যেই মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা, অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র রাজ্য সফরের ২৪ ঘন্টার মধ্যেই প্রদেশ বিজেপি -র নবনির্বাচিত মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা করা হয়। নবনির্বাচিত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নবনির্বাচিত মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা দেন বিজেপি -র স্টেট রিটার্নিং অফিসার সমেরেন্দ্র চন্দ্র দেব। তিনি বলেন প্রদেশ বিজেপির বুথ স্তরের সভাপতি নির্বাচনের পর অনুষ্ঠিত হয় মণ্ডল স্তরের নির্বাচন।

মণ্ডল স্তরের নির্বাচন শেষে ৬০ টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করল প্রদেশ বিজেপি। প্রতিটি মণ্ডলকে ঢেলে সাজানোর লক্ষ্যে অধিকাংশ মণ্ডলের সভাপতি পদে আনা হয়েছে নতুন মুখ। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ১.সিমনা মণ্ডল সভাপতি-ইন্দ্রজিৎ দেববর্মা, ২.মোহনপুর মণ্ডল সভাপতি-কার্ত্তিক আচার্য, ৩.বামুটিয়া মণ্ডল সভাপতি-শিবেন্দ্র দাস, ৪.বড়জলা মণ্ডল সভাপতি-রাজীব সাহা, ৫.খয়েরপুর মণ্ডল সভাপতি-রাজেশ ভৌমিক, ৬.আগরতলা মণ্ডল সভাপতি-তপন ভট্টাচার্য, ৭.রামনগর মণ্ডল সভাপতি-অমিতাভ ভট্টাচার্য, ৮.টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি-শ্যামল কুমার দেব, ৯.বনমালিপুর মণ্ডল সভাপতি-অরিন্দম চৌধুরী, ১০.মজলিশপুর মণ্ডল সভাপতি-রণজিৎ রায় চৌধুরী, ১১.মান্দাই বাজার মণ্ডল সভাপতি-অভিজিৎ দেববর্মা, ১২.টাকারজলা মণ্ডল সভাপতি-নির্মল দেববর্মা, ১৩.প্রতাপগড় মণ্ডল সভাপতি-স্বপ্না দাস, ১৪.বাধারঘাট মণ্ডল সভাপতি-মনিষ দেব, ১৫.কমলাসাগর মণ্ডল সভাপতি-কাজল সরকার, ১৬.বিশালগড় মণ্ডল সভাপতি-তপন দাস, ১৭.গোলাঘাটি মণ্ডল সভাপতি-নারায়ন দেবনাথ, ১৮.সূর্যমনিনগর মণ্ডল সভাপতি-মণ্টু দেবনাথ,  ১৯.চড়িলাম মণ্ডল সভাপতি-তপন দাস, ২০.বক্সনগর মণ্ডল সভাপতি-অনিল চন্দ্র দাস,  ২১.নলছড় মণ্ডল সভাপতি-লোকজিৎ দেবনাথ, ২২.সোনামুড়া মণ্ডল সভাপতি-শুভ্রজিৎ দাস, ২৩.ধনপুর মণ্ডল সভাপতি-বিপুল মজুমদার, ২৪.রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি-সুখেস দেববর্মা, ২৫.খোয়াই মণ্ডল সভাপতি-অনুকুল দাস, ২৬.আশারামবাড়ি মণ্ডল সভাপতি-জয়ন্ত দেববর্মা, ২৭.কল্যাণপুর-প্রমোদনগর মণ্ডল সভাপতি-নিতাই বল, ২৮.তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি-অচিন্ত ভট্টাচার্য, ২৯.কৃষ্ণপুর মণ্ডল সভাপতি-ধনঞ্জয় দাস, ৩০.বাগমা মণ্ডল সভাপতি-অমর জমাতিয়া, ৩১.রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি-সানি সাহা, ৩২.মাতারবাড়ি মণ্ডল সভাপতি-বিশ্বজিৎ মারাক, ৩৩.কাকড়াবন-শালগড়া মণ্ডল সভাপতি-বিশ্বজিৎ সরকার, ৩৪.রাজনগর মণ্ডল সভাপতি-জয়দেব সরকার, ৩৫.বিলোনিয়া মণ্ডল সভাপতি-সায়ন্তন দত্ত, ৩৬.শান্তিরবাজার মণ্ডল সভাপতি-দেবাশিষ ভৌমিক, ৩৭.ঋষ্যমুখ মণ্ডল সভাপতি-নকুল পাল, ৩৮.জোলাইবাড়ি মণ্ডল সভাপতি-সুজিত দত্ত, ৩৯.মনু মণ্ডল সভাপতি-বিপুল ভৌমিক,  ৪০.সাব্রুম মণ্ডল সভাপতি-গৌতম ত্রিপুরা, ৪১.অম্পিনগর মণ্ডল সভাপতি-সত্য মোহন জমাতিয়া, ৪২.অমরপুর মণ্ডল সভাপতি-উজ্জল দত্ত, ৪৩.করবুক মণ্ডল সভাপতি-অসিম ত্রিপুরা, ৪৪.রাইমাভ্যালি মণ্ডল সভাপতি-ধন্যমানিক ত্রিপুরা, ৪৫.কমলপুর মণ্ডল সভাপতি-শম্পা দাস, ৪৬.সুরমা মণ্ডল সভাপতি-শুভাশিস আহির, ৪৭.আমবাসা মণ্ডল সভাপতি-অজয় অধিকারী, ৪৮.করমছড়া মণ্ডল সভাপতি-সঞ্জিত দেববর্মা, ৪৯.ছামনু মণ্ডল সভাপতি-রাজীব চাকমা, ৫০.পাবিয়াছড়া মণ্ডল সভাপতি-সন্তোষ ধর, ৫১.ফটিকরায় মণ্ডল সভাপতি-তরুণ কুমার দাস, ৫২.চণ্ডীপুর মণ্ডল সভাপতি-পিণ্টু ঘোষ, ৫৩.কৈলাশহর মণ্ডল সভাপতি-প্রীতম ঘোষ, ৫৪.কদমতলা-কুর্তি মণ্ডল সভাপতি-বিমল পুরকায়স্ত, ৫৫.বাগবাসা মণ্ডল সভাপতি-বিকাশ নাথ, ৫৬.ধর্মনগর মণ্ডল সভাপতি-শ্যামল নাথ, ৫৭.যুবরাজনগর মণ্ডল সভাপতি-কিরন শঙ্কর দেবনাথ, ৫৮.পানিসাগর মণ্ডল সভাপতি-বিবেকানন্দ দাস, ৫৯.পেচারথল মণ্ডল সভাপতি-রাজীব চাকমা এবং ৬০.কাঞ্চনপুর মণ্ডল সভাপতি-বিরেন্দ্র কর।

 আরো বলেন, রাজ্যে মোট ১০ টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রত্যেক জেলার মণ্ডল গুলির জন্য একজন করে মন্ডল সভাপতি নিয়োজিত করা হয়েছে। মোট ৬০ টি মন্ডলের জন্য ৬০ জন মন্ডল সভাপতি নিয়োজিত হয়েছেন। ৩৩৫২ টি বুথের মধ্যে ২৮৯৮ টি বুথ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বাকীগুলোতে চলছে গঠন প্রক্রিয়া। যারা নতুন করে মন্ডল সভাপতি এবং বুথ সভাপতি দায়িত্ব পেয়েছেন তারা আগামী দিন সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন।    সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মার সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। ৬০ টি মণ্ডলের মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ মণ্ডলে বিজেপি নেতৃত্বদের কালঘাম ছুটে। কারন অধিকাংশ মণ্ডলে মণ্ডল সভাপতির দাবিদার একাধিক ব্যক্তি ছিল। যাই হোক এ দিন মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পর নবনির্বাচিত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, আগামী দিন সংগঠন শক্তিশালী করতে দায়িত্ব পালন করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!