Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবিপ্লব কুমার দেবকে ত্রিপুরায় না পাঠালে ত্রিপুরা এখনো কমিউনিস্ট থেকে মুক্তি পেত...

বিপ্লব কুমার দেবকে ত্রিপুরায় না পাঠালে ত্রিপুরা এখনো কমিউনিস্ট থেকে মুক্তি পেত না : বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : যারা পারিবারিক দল চালায় তারা আমাদের মতো মানুষকে পছন্দ করে না, কারণ আমরা কোন পারিবারিক দল থেকে আসেনি। আমার বাবা কখনো মুখ্যমন্ত্রী ছিলেন না। এবং আজকে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনিও চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। তাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ পছন্দ করে। কিন্তু যারা বড় বড় ঘর থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের ইতিহাস ত্রিপুরাবাসী জানে।

 যেমন ত্রিপুরার কংগ্রেস বংশপরম্পরার কারণে রাজ্যটাকে কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছিল। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ত্রিপুরায় না পাঠাতেন তাহলে এখন পর্যন্ত ত্রিপুরা কমিউনিস্টদের হাত থেকে মুক্তি পেত না। সোমবার রাজধানীর বটতলা এলাকায় আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথাগুলি বলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃএিম গো-প্রজনন কর্মী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এইদিন শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার মানুষ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করে।

তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে বলে গেছেন ত্রিপুরাকে বিকশিত প্রদেশ বানাবে। তিনি নাম উল্লেখ না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে তথা বিধায়ককে কামান দেগে বলেন, ২০১৮ সালের ত্রিপুরায় যখন বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন তারা আওয়াজ তুলেছিল তাদের পরিবারের লোক আছে। কেন বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী করা হবে? বিপ্লব কুমার দেব তো কখনো প্রধান বা বিধায়ক ছিলেন না। কিন্তু জনতা সর্বোপরি। জনতা চাইলে বিপ্লব কুমার দেবও হতে পারেন। রক্তদান শিবির প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে বলেন, মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান। রক্তদান মানে জীবন দান। ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদান করে মানুষ। অন্যান্য রাজ্যে এমনটা হয় না। ত্রিপুরা রাজ্যে যারা রক্তদান করে তাদের রক্ত কার শরীরে যাবে তা রক্তদাতা জানে না। তার জন্য রক্তদানকে মহৎ দান বলা হয়ে থাকে। আয়োজিত এ দিনের অনুষ্ঠানে শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য