Thursday, May 22, 2025
বাড়িরাজ্যআয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য ও সুস্থতা মূলক কর্মশালা

আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য ও সুস্থতা মূলক কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : শুক্রবার প্রজ্ঞাভবনে আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য ও সুস্থতা কর্মসূচির উপর রাজ্য স্তরের পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। সামাজিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে থাকা এন এইচ এম মিশন ডাইরেক্টর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন এস সি ই আর টি-র অধিকর্তা এন সি শর্মা, এস সি ই আর টি-র যুগ্ম অধিকর্তা কেশব কর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সদস্য সচিব ডাঃ কমল রিয়াং সহ অন্যান্যরা। 

এস সি ই আর টি-র অধিকর্তা এন সি শর্মা জানান বহু সেমিনার ও ওয়ার্কশপ করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। কিন্তু স্কুল সফরে গিয়ে দেখা যায় এই সমস্ত সেমিনার ও ওয়ার্কশপের আলোচ্য বিষয় বস্তু সঠিক ভাবে প্রতিফলিত হচ্ছে না। দূরত্ব বাড়ছে। দূরত্ব কমাতে না পারলে মূল উদ্দেশ্য সফল হবে না। টার্গেট গ্রুপের কাছে না যেতে পারলে কাজটি  সম্পূর্ণ হয় না। এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেডিক্যাল অফিসার, জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শকরা অংশ নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!