Friday, March 14, 2025
বাড়িখেলাআফগানদের হারিয়ে টিকে রইল শ্রীলঙ্কা

আফগানদের হারিয়ে টিকে রইল শ্রীলঙ্কা

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা,১ নভেম্বর: ব্রিজবেনে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের বাঁচা-মরার ম্যাচে ৬ উইকেটে জিতেছে দাসুন শানাকার দল। প্রতিপক্ষকে ১৪৪ রানে আটকে রেখে ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপে তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা। তাদের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও এই হারে শেষ হয়ে গেছে আফগানিস্তানের আশা। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তালানিতে তারা। ম্যাচের প্রথম ভাগে লঙ্কানদের জয়ের ভিত গড়ে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ভানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন এই লেগ স্পিনার। তবে অবদান কম নয় ধনাঞ্জয়ার। রান তাড়ায় তিনে নেমে ৬৬ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ৬ চারে। 

গ্যাবায় ম্যাচের শুরুটা আফগানিস্তানের ছিল আশা জাগানিয়া। রহমানউল্লাহ গুরবাজ ও উসমান ঘানির ব্যাটে টস জিতে ব্যাটিংয়ে নামা দলটি পায় ভালো সূচনা। এই দুইজনের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতে ৪২ রান তোলে দলটি। সপ্তম ওভারের প্রথম বলে গুরবাজকে বোল্ড করে জুটি ভাঙেন লাহিরু কুমারা। দুটি করে ছক্কা-চারে ২৪ বলে ২৮ রান করেন আফগান ওপেনার। ইব্রাহিম জাদরানকে নিয়ে এরপর দলকে এগিয়ে নেন ঘানি। জমে ওঠে তাদের জুটিও। ১ ছক্কা ২ চারে ২৭ রান করে ঘানিকে ফিরিয়ে এই জুটি বড় হতে দেননি হাসারাঙ্গা। ভালো শুরু পাওয়া ইব্রাহিম, নাজিবউল্লাহ জাদরানও বড় করতে পারেননি ইনিংস। গত বিশ্বকাপের পর এই ম্যাচ দিয়ে আফগানিস্তানের হয়ে খেলতে নামা গুলবাদিন নাইব ফেরেন রান আউট হয়ে। শেষ দিকে দ্রুত রান তুলতে পারেননি অধিনায়ক মোহাম্মদ নবিও। প্রতিপক্ষকে নাগালে আটকে রাখার স্বস্তি দ্রুতই উবে যায় শ্রীলঙ্কার। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই পাথুম নিসানকাকে হারায় তারা। মুজিব-উর-রহমানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন লঙ্কান ওপেনার। 

শুরুর ধাক্কা সামাল দিয়ে সাবধানী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন কুসল মেন্ডিস ও ধনাঞ্জয়া। এতে পাওয়ার প্লেতে স্রেফ ২৮ রান তুলতে পারে শ্রীলঙ্কা। নিজের প্রথম ওভার করতে এসেই আফগানিস্তানকে সাফল্য এনে দেন রশিদ খান। ১ ছক্কা ও ২ চারে ২৫ রান করা মেন্ডিসকে কট বিহাইন্ড করে এই লেগ স্পিনার ভাঙেন ৩৪ রানের জুটি। এরপর চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন ধনাঞ্জয়া। তাদের প্রতিরোধ ভাঙে রশিদের বলে আসালাঙ্কার বিদায়ে। ৩ চারে ১৮ রান করা ভানুকা রাজাপাকসেও শেষ করে আসতে পারেননি কাজ। তবে ততক্ষণে জয়ের কাছে পৌঁছে যায় লঙ্কানরা। এক প্রান্ত আগলে রেখে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়া ধনাঞ্জয়া ফিফটিতে পা রাখেন ৩৬ বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ বছর পর পান তৃতীয় অর্ধশতের স্বাদ। পরে ফজলহক ফারুকিকে চার মেরে দলকে পৌঁছে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে মাঠের লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। আগের দিন অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান খেলবে অ্যাডিলেইড। 

সংক্ষিপ্ত স্কোর: 

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৪/৮ (গুরবাজ ২৮, গনি ২৭, ইব্রাহিম ২২, নাজিবউল্লাহ ১৮, নাইব ১২, নবি ১৩, রশিদ ৯, আজমতউল্লাহ ৩*, মুজিব ১; রাজিথা ৪-০-৩১-১, মাদুশান ৩-০-২৪-০, লাহিরু ৪-০-৩০-২, থিকশানা ৪-০-৩৩-০, হাসারাঙ্গা ৪-০-১৩-৩, ধনাঞ্জয়া ১-০-৯-১)

শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১৪৮/৪ (নিসানকা ১০, মেন্ডিস ২৫, ধনাঞ্জয়া ৬৬*, আসালাঙ্কা ১৯, রাজাপাকসে ১৮, শানাকা ০*; ফারুকি ৩.৩-১-২২-০, মুজিব ৪-০-২৪-২, ফরিদ ২-০-২৫-০, রশিদ ৪-০-৩১-২, আজমতউল্লাহ ২-০-১৭-০, নবি ২-০-১৬-০, নাইব ১-০-১২-০) 

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: ভানিন্দু হাসারাঙ্গা

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!