Monday, March 17, 2025
বাড়িখেলাচ্যাম্পিয়ন্স ট্রফির পরই নেতৃত্ব যাচ্ছে রোহিতের!

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নেতৃত্ব যাচ্ছে রোহিতের!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ মার্চ : কয়েক ঘণ্টা পর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামবে। তার আগে ভারতীয় ক্রিকেটমহল জুড়ে জোর চর্চা শুরু হয়েছে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে-রোহিত কি এরপরও খেলবেন নাকি অবসর নিয়ে নেবেন? ভারতীয় অধিনায়ক নিজে খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না। অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হয়েছিল টিমও। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে’তে সেঞ্চুরি করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিচিত রোহিতকে পাওয়া যাচ্ছে না। প্রত্যেক ম্যাচে শুরুটা ভালো করছেন ঠিক, বড় রান আসছে না। ভারতীয় ক্রিকেটমহলে অনেকের একটা একটা ধারণা তৈরি হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত যেমন অবসর নিয়ে নিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে সেরকম কিছু করতে পারেন! তবে যা শোনা যাচ্ছে, তাতে রোহিত এখনই অবসর নিতে চাইছেন না। তিনি বিশ্বাস করেন, তাঁর মধ্যে ক্রিকেট এখনও বাকি রয়েছে।.

মুশকিল হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে রোডম্যাপ তৈরি করতে চাইছে। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এই ব্যাপারে একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে। দু’বছরের পর বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন কাউকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ভাবনা-চিন্তা রয়েছে। ভারতীয় ক্রিকেটমহলে খোঁজখবর নিয়ে যা জানা যাচ্ছে, রোহিত চাইছেন ২০২৭ বিশ্বকাপ খেলতে। তবে সেই সুযোগটা তিনি পাবেন কি না, বলা মুশকিল। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত অবসর নিয়ে নেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য