Monday, February 17, 2025
বাড়িবিশ্ব সংবাদকৃষ্ণ সাগরের করিডোর দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য: রাশিয়া

কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য: রাশিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা,১ নভেম্বর: জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া শস্য রপ্তানি চুক্তি রাশিয়া স্থগিত করার পর কৃষ্ণ সাগরের নিরাপত্তা করিডোর দিয়ে জাহাজ চলাচল ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে মস্কো।গত জুলাইয়ে মস্কো ও কিইভের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির ফলে ইউক্রেইন তাদের শস্য রপ্তানি ফের শুরু করতে পেরেছিল। কিন্তু মস্কো তাদের কৃষ্ণ সাগরীয় নৌবহরে ইউক্রেইনের ড্রোন হামলার অভিযোগ তুলে শনিবার এ চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।এরপর সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “ইউক্রেইনীয় নেতৃবৃন্দ ও ইউক্রেইনীয় সশস্ত্র বাহিনীর কমান্ড ওই নিরাপত্তা করিডোর ব্যবহার করে রুশ ফেডারেশনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ওই পথ দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য।

“এই রুটকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, ইউক্রেইনীয় পক্ষ এমন অতিরিক্ত বাধ্যবাধকতা গ্রহণ না করা পর্যন্ত চলতি শর্তের অধীনে ওই পথে কোনো বস্তুকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রশ্নই ওঠে না।”তারা পরিষ্কার করে জানিয়েছে, আন্তর্জাতিক মধ্যস্থতায় ইউক্রেইনের সঙ্গে হওয়া ওই শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যায়নি শুধু সেটি স্থগিত করেছে।কিন্তু ওই রুটে জাহাজ চলাচল অব্যাহত থাকলে রাশিয়া কী করবে সে বিষয়ে কিছু বলেনি মন্ত্রণালয়টি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মস্কোর শনিবারের ঘোষণা সত্ত্বেও ওই শস্য চুক্তির আওতায় সোমবার রেকর্ড পরিমাণ ৩ লাখ ৫৪ হাজার ৫০০ টন কৃষি পণ্যবাহী জাহাজ ইউক্রেইনীয় বন্দরগুলো ছেড়ে গেছে বলে ইউক্রেইনের ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন।সোমবার এর আগে ক্রেমলিন বলেছে, “রাশিয়ার নিরাপত্তা প্রতিশ্রুতি ছাড়া ওই শস্য চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা খুব কম আর এর ধরনও পাল্টে যাবে- অনেক বেশি ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক ও নিশ্চয়তাহীন হয়ে পড়বে।”রাশিয়া এই চুক্তি থেকে ‘নিজেদের সরিয়ে নিয়ে ক্ষুধা দিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইলিং করছে’ বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য