স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর : ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে নয় দফা দাবি সনদ শ্রম দপ্তরের অধিকর্তার হাতে তুলে দেয়। তাদের প্রধান দাবি হলো নতুন চারটি স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে।
মূলত প্রধান দাবি চারটি নতুন শ্রমকোড বাতিল করা। বিগত দিনে ২৯ টি সময় আইন দ্বারা শ্রমিকদের স্বার্থ রক্ষা হতো। সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান শান্তনু পাল অভিযোগ তুলে বলেন, শ্রমিকদের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত করছে সরকার। সরকারের নয়া শ্রম কোড অত্যন্ত বিপদজনক হয়ে দাঁড়াবে বেকার যুবক-যুবতী সহ শ্রমিকদের জন্য। বিশেষ করে শ্রমিক ও কর্মচারীদের কর্ম ক্ষেত্রে অধিকার বিলুপ্তির হয়ে যাবে। তিনি আরো বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম এবং দৈনিক নিষ্ঠার ফলে প্রাপ্ত যে অধিকারবোধগুলি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার। নয়া শ্রম কোডের কারণে চাকরির কোন নিশ্চয়তা থাকবে না শ্রমিকদের।
মহিলা শ্রমিকদের পর্যন্ত কোন নিরাপত্তা নেই কাজের মধ্যে। বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে মালিকপক্ষ। তাই এই আইন শ্রমিকদের জন্য ভয়াবহ। তাই এই শ্রমিক কোড গুলির জন্য নানা প্রতিকূলতা সামনে এসে দাঁড় করিয়েছে। যা কার্যত শ্রমিক ও কর্মচারীদের আত্মসম্মানকে ক্ষুন্ন করে। রাজ্যের শ্রমিক ও কর্মচারীদের জীবন জীবিকার স্বার্থে প্রত্যেকটি কোড অত্যন্ত অমানবিক বলে দাবি করেন।

