স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর :নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বীমা সখী যোজনা নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এল.আই.সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত বছর ৯ ডিসেম্বর হরিয়ানার পানিপথে এই যোজনার সূচনা করেছিলেন। যোজনাটি চালু হওয়ার এক মাসের মধ্যে, এল.আই.সি ৫২ হাজার ৫১১ টি নিবন্ধন পেয়েছে।
যার মধ্যে ২৭ হাজার ৬৯৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক যোজনা গ্রাহকদের স্বার্থকে সুরক্ষিত ভাবে সামনে আনা হয়েছে। সে সকল যোজনা গুলির লাভ নিতে এবং জনগণকে সচেতন করতে মঙ্গলবার এলআইসির কর্মীদের উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতা শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রার মাধ্যমে সকলের উদ্দেশ্যে এল আই সি -র চমক ভরা সুযোগ করে সম্পর্কে অবগত করা হয়।

