স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর :সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে পদযাত্রা সংগঠিত করা হবে পশ্চিম জেলায়। ১০ নভেম্বর এই পদযাত্রাকে সার্বিক ভাবে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ আগরতলা পুর নিগমের কর্পোরেটররা।
বৈঠক শেষে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ নভেম্বর পশ্চিম জেলায় এক পদযাত্রা সংগঠিত করা হবে। উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হবে এই পদযাত্রা। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। একই সাথে বৃক্ষ রোপণ ও সাফাই অভিযান সংগঠিত করা হবে। এই পদযাত্রায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য অংশগ্রহণ করবেন।

