স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর : তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় একটি দোকান সহ তিনটি বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
এলাকার জনৈক কাদের মিঞা, বিল্লাল হোসেন এবং গনি মিয়া নামের তিন ব্যাক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে কাদের মিয়ার দোকান পুড়ে গেছে এবং বাকিদের বসত ঘর সহ রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেছেন, কেউ রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে। যদিও গোটা বিষয় তদন্ত সাপেক্ষ। এই অগ্নিকাণ্ডের বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

