স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ডিসেম্বর :সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় পুলিশের জালে ধরা পড়ল খয়ের পুরের এক মহিলা।
গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে দাবি করেছেন সুনির্দিষ্ট তথ্যভিত্তিক খবরের ভিত্তিতে রেল স্টেশন চত্বরে বিশেষ অভিযান সংঘটিত করে সন্দেহজনকভাবে সংশ্লিষ্ট মহিলাকে আটক করে তল্লাশি করলে উনার কাছ থেকে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় এবং আইন অনুযায়ী এই মহিলাকে আটক করা হয়। এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুযায়ী সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমনটাই দাবি থানার ওসির।

