স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : মঙ্গলবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তর সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।
বৈঠকে দপ্তরের বিগত দিনের কাজের পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনের কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়। এক সাক্ষাৎকারে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান এইদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় দফা পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তার ব্যয় কতটা হয়েছে, সেই বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। তপশিলি জাতি ভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ নিয়েও এইদিন আলোচনা হয়েছে। পাশাপাশি দপ্তরের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে।

