Friday, December 5, 2025
বাড়িশ্রেণী বহির্ভূত১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ২

১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : শহরের দাপিয়ে বাড়ছে নেশা কারবারিদের উপদ্রব। নাজেহাল প্রশাসন, অতিষ্ঠ আমজনতা। প্রতিদিন আটক হচ্ছে নেশা কারবারি। অথচ নেশা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মূল গোড়ায় পৌঁছাতে পারছে না প্রশাসন। বুধবার গভীর রাতে আগরতলা শহরে নেশা জাতীয় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য আসছিল দুই ব্যক্তি।

পশ্চিম আগরতলা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে পুলিশ একটি টিম গঠন করে গাঙ্গাইল রোড এবং প্রগতি রোডের মাঝবর্তী এলাকা থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। ধৃত দুজনের নাম সুজিৎ দত্ত এবং সুমন সরকার।

 তাদের বাড়ি বামুটিয়া এবং কালিকাপুরে। শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে ধারাবাহিক ভাবে নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে। গভীর রাতে রামনগর ফাঁড়ির পুলিশ জানতে পারে নেশা সামগ্রী নিয়ে কয়েকজন রাম নগরের দিকে আসছে। যথারীতি রামনগর ফাঁড়ির ওসি এই বিষয়ে পশ্চিম থানার ওসিকে জানান। যথারীতি পশ্চিম থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। গাঙ্গাইল রোডের পিছনের দিক থেকে যথারীতি দুই জনকে বাইক সহ আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানোর পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। যথারীতি আদালতে সোপর্দ করে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানোর পর জানা গেছে বামুটিয়ার দিক থেকে তারা এই ইয়াবা ট্যাবলেট নিয়ে এসেছে। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে। ধৃত দুজনের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা হাতে নিয়ে তদন্ত করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য