নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে হিংসাত্মক ঘটনার মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট্) পুনর্গঠন করল সুপ্রিম কোর্ট। তিনজন আইপিএস অফিসার এস বি শিরোদকার, দীপিন্দর সিং ও পদ্মজা চৌহানকে বিশেষ তদন্তকারী দলে রাখা হয়েছে। পাশাপাশি লখিমপুর খেরির মামলায় তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট। এই মামলার তদন্তে স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই প্রাক্তন বিচারপতিকে নিযুক্ত করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, তদন্তে স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে বিচারপতি জৈন কমিশন। এই বেঞ্চে ছিলেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলি। লখিমপুরের তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত সিং অথবা বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করতে চাইছে আদালত। এরপর বুধবার তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় লখিমপুর খেড়িতে গাড়িতে পিষে মেরে ফেলা হয় ৪ জন কৃষককে। পরে হিংসায় মৃত্যু হয় দু’জন বিজেপি কর্মী, একজন গাড়ির চালক ও একজন সাংবাদিকের।