Friday, November 22, 2024
বাড়িজাতীয়লখিমপুর হিংসায় সিট পুনর্গঠন, তদন্ত পর্যবেক্ষণ করবে বিচারপতি জৈন কমিশন

লখিমপুর হিংসায় সিট পুনর্গঠন, তদন্ত পর্যবেক্ষণ করবে বিচারপতি জৈন কমিশন

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে হিংসাত্মক ঘটনার মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট্) পুনর্গঠন করল সুপ্রিম কোর্ট। তিনজন আইপিএস অফিসার এস বি শিরোদকার, দীপিন্দর সিং ও পদ্মজা চৌহানকে বিশেষ তদন্তকারী দলে রাখা হয়েছে। পাশাপাশি লখিমপুর খেরির মামলায় তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট। এই মামলার তদন্তে স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই প্রাক্তন বিচারপতিকে নিযুক্ত করা হয়েছে।


বুধবার প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, তদন্তে স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে বিচারপতি জৈন কমিশন। এই বেঞ্চে ছিলেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলি। লখিমপুরের তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত সিং অথবা বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করতে চাইছে আদালত। এরপর বুধবার তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় লখিমপুর খেড়িতে গাড়িতে পিষে মেরে ফেলা হয় ৪ জন কৃষককে। পরে হিংসায় মৃত্যু হয় দু’জন বিজেপি কর্মী, একজন গাড়ির চালক ও একজন সাংবাদিকের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য