ক্রীড়া প্রতিনিধি। আগরতলা। ৩ এপ্রিল :অনিকেত শর্মার দুরন্ত বোলিং কাছেই হেরে গেলো স্ফুলিঙ্গ ক্লাব। টি-২০ ক্রিকেটে জয় দিয়েই আসর শুরু করলো জয়নগর । ৪৫ রানে জয় পায়। পুলি ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত মাসে তারানগরের খাড়া ১০৬ রানের জবাবে স্ফুলিঙ্গ ১০১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অনিকেত শর্মা ৪ উইকেট পেয়েছেন। টসে জিতে জয়নগর নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। হিমাতে সিং ১৬ বল খেলে ৩টি
বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, নিরুপম সেন ২৩ বল খেলে ২টি বাউন্ডারি ও ১টি ওভার
বাউন্ডারির সাহায্যে ২৬, রিমন সাহা ১৪ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৬, ইন্দ্রজিৎ দেবনাথ ১৪ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অভিনব ভাট ১৭ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। স্ফুলিঙ্গের বৈভব পান ২৪ রানে ৩টি এবং দ্বৈপায়ন ভট্টাচার্য ২৬ রানে ২টি উইকেট
দখল করেন। জবাবে অনিকেতের দুরন্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান করে
স্ফূলিঙ্গকে হারিয়ে শুরু জয়নগরের
সম্পরকিত প্রবন্ধ