স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : মঙ্গলবার সকালে কমলপুর মহকুমা কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে কৃষ্ণ চন্দ্র দাসের বাড়িতে আগুন লেগে ৩টি ঘর সম্পূর্ন ভুস্মিভূত হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকার অধিক বলে জানান বাড়ীর মালিক কৃষ্ণ চন্দ্র দাস। বাড়ীর মালিক কৃষ্ণ চন্দ্র দাস জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সেই সময় তিনি জমিতে ধান কাটতে গিয়েছিলেন। তখন সময় তিনি আগুন লাগার চিৎকার শুনে বাড়ীর এসে দেখেন আগুন লেগেছে। তিনি ছুটে এসে নিরুপায় হয়ে পড়েন। গ্রামের লোকজন সালেমা ফায়ার সার্ভিসে খবর দেন। গ্রামের মানুষ দমকল এনে জল দেওয়ার চেষ্টা করে কিন্তু তার আগে কৃষ্ণ চন্দ্র দাসের ৩টি ঘর সম্পূর্ন ভুস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে গ্রামের পার্শ্ববর্তী বাড়ী গুলিকে রক্ষা করে।

