স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : জমি সংক্রান্ত বিবাদদের জেরে বড় ভাইয়ের হাতে খুন হল ছোট ভাই। এমনটাই অভিযোগ যাত্রাপুর থানাধীন নিদয়া তিন ডেপা এলাকায়। বড় ভাইয়ের নাম গৌতম শীল। আর মৃত ব্যক্তির নাম রাসু শীল। বয়স ৩৫। বড় ভাই গৌতম শীল প্রথমে বলেছিলেন তার কাকা এবং কাকার পরিবার তার ছোট ভাইকে হত্যা করেছে।
কিন্তু পরবর্তী সময় জানা যায় বড় ভাই গৌতম শীলের স্ত্রী তিনি ক্যামেরার সামনে ষ্পষ্ট জানান মৃত ব্যক্তির রাসু শীলের সঙ্গে গতকাল ঝগড়া হয়েছিল তাদের। পরে ইটে পড়ে মৃত্যু হয়েছে উনার দেবরের। এদিকে বড় ভাইয়ের স্ত্রী জানান, মাটি ফেলাকে কেন্দ্র করে এই ঘটনা। উনার দেবর ওনাকে মারধোর করেছিলেন। তারপর প্রধান মেম্বারদের কাছে তিনি ফোন করেছিলেন। শেষ পর্যন্ত তিনি ইটে ঝাঁপ দিয়েছিলেন, তখন মৃত্যু হয়েছে। কিন্তু মৃত ব্যক্তির ভাই এবং ভাইয়ের স্ত্রীর বক্তব্যে অনেক বেশি সংশয় রয়েছে। মৃত ব্যক্তির রাসু শীলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করছে বলে জানা গেছে।

