Thursday, November 13, 2025
বাড়িরাজ্যরাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার দাবিতে সরব এস ইউ সি আই

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার দাবিতে সরব এস ইউ সি আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : আই জি এম হাসপাতালে রোগীর নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় সংখ্যক অফলাইন কাউন্টার খোলা, আই জি এম হাসপাতালের সকল বিভাগে ও মহকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসক নিয়োগ করা, আই জি এম সহ মহকুমা হাসপাতালগুলিতে ২৪-ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে, সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা সহ ১০ দফা দাবিতে এস ইউ সি আই দলের আগরতলা জেলা কমিটির পক্ষ থেকে সি এম ও অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। পরে ডেপুটেশন প্রদান করা হয়।

 ডেপুটেশন প্রদানের পর সংগঠনের নেতৃত্ব মৃদুল কান্তি সরকার জানান, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আই জি এম হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলি এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি বহুবিধ সমস্যায় জর্জরিত। এর মধ্যে আই জি এম হাসপাতাল আবার রাজ্যের একটি দ্বিতীয় রেফারেল হাসপাতাল। এই হাসপাতালে অনলাইনে রোগীর নাম নথিভুক্ত করতে হয়, যদিও অফলাইনের ব্যবস্থা আছে, কিন্তু সেই অফলাইন কাউন্টার প্রায়ই বন্ধ থাকে। আই জি এম সহ সকল মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্সের অভাব। সবরকমের পরীক্ষা ও নিরীক্ষার সুব্যবস্থা নেই। অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোন ডাক্তার নেই। আই জি এম সহ মহকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব। ফলে মুমুর্ষু রোগীরা সময়মতো পরিষেবা পায় না। ইনডোরে ভর্তি থাকা রোগীদের অবস্থা তাদের আত্মীয় স্বজনদের প্রতিদিন অবগত করার কোন ব্যবস্থাই নেই। তাছাড়া হাসপাতাল থেকে জীবনদায়ী ঔষধ সরবরাহ করা হয় না বলে গরীব রোগীদের বিপাকে পড়তে হয়। পরিষেবার মধ্যে সর্বক্ষণ পানীয় জল সরবরাহ, শৌচাগারগুলিতে জল সরবরাহ এবং পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অবহেলা, এমনকি ওয়ার্ডগুলিও অপরিচ্ছন্ন থাকে। ওয়ার্ডগুলিতে পর্যাপ্ত লাইট ফ্যানের ব্যবস্থা নেই, যতটুকু আছে সেগুলিরও বেহাল অবস্থা। তাই ডেপুটেশন প্রদান করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য