স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : নভেম্বর মাসে নও জওয়ান ভারত সভার ১০০ বছর পূর্ণ হয়েছে। এই নও জওয়ান ভারত সভার উত্তরসুরী ডি.ওয়াই.এফ.আই। ৩ নভেম্বর ডি.ওয়াই.এফ.আই-র ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালে ডি.ওয়াই.এফ.আই-র পথ চলা শুরু হয়েছিল। ১৯৮০ সালে পাঞ্জাবের লুধিয়ানা শহরে ১ থেকে ৩ নভেম্বর সম্মেলনের মধ্য দিয়ে ডি.ওয়াই.এফ.আই-র প্রতিষ্ঠা হয়েছিল।
এ উপলক্ষে সোমবার রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবন প্রাঙ্গণে ডি.ওয়াই.এফ.আই-র পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির নেতৃত্ব। দলের সভাপতি পলাশ ভৌমিক জানান, ডিওয়াইএফআই জন্ম লগ্ন থেকেই কর্মসংস্থানের জন্য লড়াই করে আসছে। বর্তমানের সারা দেশে বিভেদের রাজনীতি চলছে। এর বিরুদ্ধে ডিওয়াইএফআইয়ের লড়াই চলবে বলে জানান তিনি।

