স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে উদ্বেগ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ফের রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৪ শতাধিকের গণ্ডি। যা গত দুদিনের মধ্যে সর্বোচ্চ। সেই সঙ্গে অনেকটা বাড়ল দৈনিক মৃতের সংখ্যাটাও। যা রীতিমতো চিন্তায় রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। চিন্তায় রাখছে অ্যাকটিভ কেসের সংখ্যাটাও। এদিন স্বাস্থ্য দপ্তরের বুলিটিন সূত্রে জানা যায়, ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। নতুন করে ৪,৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমিত হয় মোট ৪০৪ জন।
এর মধ্যে পশ্চিম জেলায় সংক্রমিত ৭১ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ৩১ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৩১ জন, গোমতী জেলায় সংক্রমিত ৫৮ জন, দক্ষিণ জেলার সংক্রমিত ৮১ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৫ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৫৭ জন, উত্তর জেলায় সংক্রমিত ৪০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ২,১০৬ জন। এর মধ্যে রয়েছে শিশুরাও। কিন্তু সংক্রমণের সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে সচেতন মহলকে। সংক্রমণের হার ৯.১০ শতাংশ। সুস্থতার হার ৯৭.০৭ শতাংশ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৭৮ জন। রাজ্যে সংক্রমণ রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ে প্রশাসন এবং সাধারণ মানুষ কারোর মাথাব্যথা নেই। সংক্রমণ রুখতে প্রশাসনিকভাবে নির্দেশিকা জারি করা হলেও, সবটাই কলা পাতায় সীমাবদ্ধ। ৭০-৮০ ভাগ মানুষ মাক্স পরিধান করছে না। বিশেষ করে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। প্রশাসনিক অনুমতি পেয়ে আগরতলা শহরে দেদার ভাবে চলছে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি। এবং পশ্চিম জেলার সাথে এখন রাজ্যের অন্যান্য জেলা গুলিত সংক্রমণ চোখ রাঙিয়ে চলেছে। ২৪ ঘন্টায় পশ্চিম জেলাকে ছাপিয়ে গেছে দক্ষিণ জেলার সংক্রমনের পরিসংখ্যান। তবে জনমনে প্রশ্ন উঠছে বর্তমান পরিস্থিতি কতটা পর্যবেক্ষণে রয়েছে প্রশাসনের।
/