স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যারা নিয়মিত রক্তদান করে তারা ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারে। ত্রিপুরা রাজ্যে ১১০০ রেজিস্টার্ড ক্লাব রয়েছে।
এই ক্লাব গুলি নিয়মিত রক্তদান শিবির করলে রাজ্যে রক্তের সঙ্কট থাকবে না। রক্তের কোন জাতপাত ধর্ম নেই। রক্তের মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে। রক্ত বারে বারে পরিচয় করিয়ে দেয় সকলে এক। রক্তদানের চাইতে আর কোন বড় দান নেই। রক্তদান শিবিরে যুব সমাজকে রক্তদানে উদ্ভুদ্ধ করতে হবে। রক্তদানে ত্রিপুরা রাজ্যে গনজাগরণের সৃষ্টি হয়েছে। বাজারে অনেক পুরস্কার ক্রয় করতে পাওয়া যায়। কিন্তু রক্তের চাইতে বড় পুরস্কার নেই। মোট জনসংখ্যার ১৫ শতাংশ মানুষের শরীরের রক্ত নেগেটিভ গ্রুপের। অস্ত্র পচারের জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয়। মোট জন সংখ্যার ১ শতাংশ রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত না থাকলে সমস্যা হয়। ত্রিপুরা রাজ্যে রক্তদানে মানুষ এগিয়ে আসে।
ত্রিপুরা রাজ্যে ১২ টি সরকারি ও ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এক জন রক্তদাতা চার জন্য মুমূর্ষু রোগীকে বাচাতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের শিবিরে নেগেটিভ গ্রুপের তিন জন রক্তদাতাকে পুরুস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে তাদের হাতে পুরুস্কার তুলে দেন। এইদিন রক্ত সংগ্রহকারি ভ্রাম্যমান বেশ কয়েকটি গাড়ির সুচনা করা হয়। প্রতিটি গাড়িতে এক সাথে দুইজন রক্তদাতা রক্তদানের ব্যবস্থা রয়েছে। সবুজ পতাকা নেড়ে গাড়ি গুলির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।