স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : পকেটমার হতে সাবধান-জিবি হাসপাতালে পা রাখার আগে এখন সকলকে এই মন্ত্র জপ করে যাওয়া প্রয়োজন হয়ে উঠেছে। কিছুদিন পর পরই জিবি হাসপাতালে পকেটমারের ঘটনার সংগঠিত হয়ে চলেছে। অথচ হাসপাতালে নিষ্কর্মার ভূমিকা পালন করে চলেছে বেসরকারি সিকিউরিটি গার্ড। এই সিকিউরিটি গার্ডরা বিভিন্ন সময়ে রোগীর পরিবার-পরিজনদের পেটানোর ভূমিকা পালন করলেও তারা চোর ধরার মতো ক্ষমতা রাখে না। সেটাই প্রমাণ করলো সোমবার।
এদিন তেলিয়ামুড়া থেকে মাকে কানের ডাক্তার দেখাতে জিবি হাসপাতালে নিয়ে এসেছিলেন শুক্লা রানী দাস নামে এক মহিলা। মহিলার হ্যান্ড ব্যাগ থেকে চোর ৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায় চোর। পরবর্তী সময়ে ব্যাগের চেইন খোলা দেখে সন্দেহ হয় শুক্লা রানী দাসের। তখন ব্যাগে হাত দিয়ে দেখেন ৫,০০০ টাকা নেই। ওষধ, বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া সহ সমস্ত কিছুই ছিল এই ৫০০০ টাকা। কিন্তু এ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। অসহায় মহিলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এটা চিকিৎসার জায়গা নাকি চুরির জায়গা সেটাই বুঝে উঠতে পারছেন না। হাসপাতালে সিকিউরিটি গার্ড থাকার পরও এভাবে দিন দুপুরবেলা পকেটমারের ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েছেন। এমনকি হাসপাতালে সিসি ক্যামেরা নষ্ট আছে বলে সিকিউরিটি গার্ডদের কাছ থেকে জানতে পেরেছেন তিনি।
তিনি হাসপাতালে দাঁড়িয়ে দাবি করলেন যাতে চোর ধরার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাটুকু গ্রহণ করে। এদিকে ঘটনার খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ ছুটে আসে হাসপাতালে। অথচ খবর লেখা পর্যন্ত পকেটমারের সন্ধান পায়নি পুলিশ।

