স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : আগামী শুক্রবার এবং শনিবার দুদিন ব্যাপী কমলাসাগর ঐতিহ্যবাহী ভাদ্র মেলা। সোমবার অসীমান্তিক ক্যাফেটরিয়ায় প্রস্তুতি কমিটির সভা শেষে এই জানিয়েছেন মেলা কমিটির কনভেনর । তিনি জানান শুক্রবার সন্ধ্যায় কমলাসাগড় কালিবাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে।
মুক্ত মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সকাল থেকে সারা দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গার খ্যাতনামা শিল্পীরা। চলবে মনসা মঙ্গল বাউল এবং লোক সংস্কৃতির জমজমাট অনুষ্ঠান। অন্যান্য বারের মত এবারও রাজ্যের বিভিন্ন জায়গা দোকানিরা এসে তাদের পসরা সাজিয়ে বসবেন। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানান বিদায়িকা অন্তরা সরকার দেব।

