Saturday, December 13, 2025
বাড়িরাজ্যভারতের সংবিধান ও গণতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী: রতন লাল নাথ

ভারতের সংবিধান ও গণতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী: রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট :  কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, ভারতের সংবিধান ও গণতন্ত্র এতটাই শক্তিশালী যে, তা অন্য কোনো দেশে দেখা যায় না।মন্ত্রী নাথ আজ মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে আয়োজিত এক মেগা কুইজ প্রতিযোগিতার উদ্বোধনকালে একথা বলেন।

এই অনুষ্ঠানটির আয়োজন করে মোহনপুর পুর পরিষদ এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের যুব সমাজ। মন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আমরা ‘হর ঘর তিরঙ্গা’ উদযাপন করছি। আজও ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হবে। এই জাতীয় পতাকাই আমাদের প্রাণ। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। কেউ শিক্ষক হবে, কেউ আইপিএস, আইএএস, বিজ্ঞানী, অধ্যাপক— তারা ঠিক করবে দেশ কীভাবে চলবে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে।

তিনি স্বাধীনতা সংগ্রামী বিনয়, বাদল, দিনেশ, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসুসহ বহু শহিদের ত্যাগের কথা স্মরণ করে বলেন আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এখনও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে আমাদের জওয়ানরা প্রাণ দিচ্ছেন। তাদের জন্যই আমরা শান্তিতে ঘুমোতে পারছি। আমাদের সার্বভৌমত্ব ধ্বংসের জন্য কিছু দেশ ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের সংবিধান ও গণতন্ত্র এত শক্তিশালী যে, তা অন্য কোনও দেশে দেখা যায় না। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানে বহুবার সামরিক অভ্যুত্থান হয়েছে, শ্রীলঙ্কা আজ প্রায় ধ্বংসের পথে। কিন্তু আমাদের দেশের সংবিধান ও গণতন্ত্রের জোরে আমরা আজও ঐক্যবদ্ধ এবং একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছি।

আজকের কুইজ প্রতিযোগিতায় হরিনকোলা হাই স্কুলের জুই দাস ও জয়দীপ দেব প্রথম, ফতিছড়া ইংরেজি মাধ্যম হাই স্কুলের দেবালিনা ভৌমিক ও উদিতি শর্মা দ্বিতীয় এবং মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  শুভ্রনীল সাহা ও শায়ন দাস তৃতীয় স্থান অধিকার করেন।

এছাড়া কুইজে অংশগ্রহণকারী দর্শকদের মধ্যে ১৭টি স্মার্টফোন, স্মার্টওয়াচ, নগদ পুরস্কারসহ আরও বেশ কয়েকটি আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য