স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : স্কুলগুলিতে শিক্ষক সংকট নিয়ে সোমবার সরব হয়েছে বাম ছাত্র এবং যুব সংগঠন। এদিন পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বাম ছাত্র এবং যুব সংগঠন যৌথভাবে বিক্ষোভ দেখায় শিক্ষা ভবনে। পরে চারজনের এক প্রতিনিধি দল গিয়ে শিক্ষা দপ্তরে আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের পর ডি-ওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এবং রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য অবিলম্বে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে।
কারণ শুধু গ্রাম অঞ্চলের শিক্ষকের অভাব নয়। আগরতলা শহরে বিভিন্ন স্কুলেও শিক্ষকের যথেষ্ট অভাব। শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। তাই শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে দাবি করা হয়েছে যারা টেট উত্তীর্ণ রয়েছে তাদের একসাথে নিয়োগ করার জন্য ব্যবস্থা করতে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ছাত্র-ছাত্রীরা যখন শিক্ষকের দাবিতে রাস্তায় নামছে তখন তাদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ যাতে বন্ধ করা হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের শিক্ষা দপ্তরের দাবি জানানো হয়েছে। তিনি আরো বলেন অধিকর্তার সাথে কথা বলে বুঝা গেছে একসাথে শিক্ষক নিয়োগ করার জন্য সরকারের সদিচ্ছার অভাব। মাত্র এক ছয় শতাধিক টেট উত্তীর্ণকে নিয়োগ করা হবে। বাকিদের নিয়োগ করার দিকে সরকারের কোন ধরনের উদ্যোগ নেই। তাই এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ দাবি করেছে টেট উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করার জন্য। নাহলে আগামী কয়েকদিন অপেক্ষা করে আবার শিক্ষা ভবন ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।