Friday, December 12, 2025
বাড়িখেলানিমেষে শেষ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিট

নিমেষে শেষ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিট

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১২ ডিসেম্বর : একেবারে জলের দরে ফলে রস! আসন্ন টি-২০ বিশ্বকাপে কার্যত নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আইসিসি বলছে, এর চেয়ে কম মূল্যে আর কোনওদিন টিকিট বিক্রি হয়নি। যার ফলে নিমেষে শেষ প্রথম পর্বের টিকিট।

আগামী ফেব্রুয়ারিতে ভারতে এবং শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই প্রতিযোগিতায় টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে। অর্থাৎ নামমাত্র খরচে বিশ্ব ক্রিকেটের তারকাদের দেখতে পাবেন অনুরাগীরা। কলকাতা এবং আমেদাবাদে একাধিক ম্যাচে টিকিটের দাম শুরু হচ্ছে একশো টাকা থেকে। দিল্লির ক্ষেত্রে সবচেয়ে কম দামের টিকিট মিলবে দেড়শো টাকায়। এছাড়া চেন্নাইয়ে আড়াইশো টাকা এবং মুম্বইয়ে তিনশো টাকা ন্যূনতম মূল্য ধার্য্য করা হয়েছে। অর্থাৎ ভারতের পাঁচ কেন্দ্রেই বেশ সস্তায় বিশ্বকাপ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে, শ্রীলঙ্কায় টিকিটের ন্যূনতম দাম স্থানীয় মুদ্রায় এক হাজার এলকেআর। যা ভারতীয় টাকায় শ’তিনেক টাকা।

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য মাত্র ১৫০০ শ্রীলঙ্কার মুদ্রা। যার দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৪৩৯ টাকা। এরমধ্যে বিশ্বকাপের ইতিহাসে কখনও এত কম দাম ধার্য্য করা হয়নি। এবার কেন এমন পদক্ষেপ? আইসিসি সিইও সংযোগ গুপ্তের বক্তব্য, “সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে সামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই, দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান।”

বৃহস্পতিবার মুলানপুরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচের আগে আসন্ন বিশ্বকাপের টিকিট প্রকাশ করেছে আইসিসি। দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং এডেন মার্করামের হাত ধরে প্রকাশ্যে আসে টিকিট। এরপরই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে গ্রুপ পর্ব এবং সুপার এইট-এর ম্যাচগুলির টিকিট ছাড়া হয়েছে। এমনিতেই ভারত-পাক মহারণের টিকিটের চাহিদা চূড়ান্ত থাকে। তার উপর এত সস্তা টিকিট। নিমেষে ভারত-পাক ম্যাচের প্রথম পর্বের টিকিট শেষ। অবশ্য সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। পরে আরও টিকিট ছাড়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য