স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : ২৩ আগস্ট আই.পি.এফ.টি -র দিল্লি অভিযানের রণকৌশল তৈরি করতে আই.পি.এফ.টি -র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি সুপ্রিমো তথা মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। বৈঠকে সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আইপিএফটি সুপ্রিমো তথা মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা জানান আই.পি.এফ.টি-র কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক সাধারণত প্রতিমাসে করা হয়। প্রতিমাসে সম্ভব না হলে প্রতি তিন মাসে করা হয়। ২৫ জুনের পর এইদিন ফের দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে ২৩ আগস্ট আই.পি.এফ.টি-র দিল্লি অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে। নতুন করে যারা আই.পি.এফ.টি দলে যোগদান করেছে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। তিনি আরও জানান রাজ্যে ২০২৩ -এর বিধানসভা নির্বাচনের বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সাথে আলোচনা করা হবে।