স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : ভাজপার বুথ অনেকটা দুর্বল হয়ে আছে। কারণ সাংগঠনিকভাবে বিজেপি গত সাড়ে চার বছরে তেমন শক্তি জোগাতে পারে নি। ফলে বুথ স্তরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজন করা হয় বুথ সশক্তিকরণ অভিযান।
এই কর্মসূচীতে অংশ নিতে এদিন সকালে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে এসে বুথ সশক্তিকরণ অভিযান প্রশিক্ষণে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, রাজ্য সাধারন সম্পাদক কিশোর বর্মণ, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। দলের বিধায়ক, মন্ত্রী, জন প্রতিনিধি এবং প্রদেশ ও জেলা স্তরের নেতৃত্বরা এই প্রশিক্ষণ শিবিড়ে অংশ নেয়। বৈঠকে সাংগঠনিক বিষয় সহ বুথ সশক্তিকরনের উপর আলোচনা করেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ২০২৩-র বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথকে আরও শক্তিশালী করতে এদিনের প্রশিক্ষণে গুরুত্ব আরোপ করা হয়।