স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : শুক্রবার সারা দেশে শুরু হয়েছে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ প্রদান কর্মসূচি। দেশে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আগামী ৭৫ দিন বিনামূল্যে এই ডোজ প্রদান করা হবে। এদিন রাজধানীর আই জি এম হাসপাতালে রাজ্য ভিত্তিক কোভীডের বুস্টার ডোজ প্রদান কর্মসূচীর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদিচ্ছায় দেশ ব্যাপী স্পেশাল ড্রাইভ নেওয়া হয়েছে।
আগামী ৭৫ দিন সবাইকে বিনামূল্যে এই বুস্টার ডোজ প্রদান করা হবে। মানুষের জন্য কাজ করে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। তা অতুলনীয়। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও জানান রাজ্য জুড়ে করোনা সংক্রমণের বিষয়ে রাজ্য সরকার নজর রাখছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাড়ার কোন সুযোগ নেই। সকলকেই অভিজ্ঞ। সকলে মিলেই অভিজ্ঞতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রায় ১ হাজার ৪০০টি কোভিড টিকাকরন সেন্টারে কোভিড টিকার সুরক্ষার ডোজ প্রদান করা হবে। রাজ্যে এখন পর্যন্ত ৫৫ লক্ষ ১৭ হাজার ২২ জন সুবিধাভোগীদের কোভিড টিকা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৮৮ জন নাগরিকদের কোভিড টিকার সুরক্ষার ডোজ দেওয়া হবে। বর্তমানে এক লক্ষ ১৫ হাজার ৩৯০ টি কোভিড টিকার সুরক্ষা ডোজ মজুদ রয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন আই জি এম-র রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন।