স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : ছয় মাস পর পুনরায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মানুষ অত্যন্ত অসচেতন। তাই শুক্রবার সকালে রাজধানীর লেইক চৌমুহনী বাজার কমিটি ও এিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে লেইক চৌমুহনী বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মাস্ক বিতরন করা হয়। বাজারের ক্রেতা বিক্রেতা সকলকে সচেতন করা হয়।
উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, দুই বছর করোনার প্রকোপ চলার পর মাঝে কিছু করোনার প্রকোপ হ্রাস পেয়েছিল। কিন্তু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ-এর পর বর্তমানে চতুর্থ ঢেউ চলে এসেছে। রাজ্যে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে মানুস সচেতন না হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই ইতিমধ্যে আগরতলা শহরের বিভিন্ন বাজার কমিটি গুলিকে নিয়ে মিটিং করা হয়েছে। বিভিন্ন বাজার কমিটি গুলি ইতিমধ্যে সচেতনতা মূলক কর্মসূচী শুরু করে দিয়েছে। বিনা মাস্কে কেউ জেন বাজারে না আসে তার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।